Top

ট্রেনে শিডিউল বিপর্যয়, উপচেপড়া ভিড়

০৮ জুলাই, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
ট্রেনে শিডিউল বিপর্যয়, উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক :

আজ শুক্রবার ভোরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পৌঁছার আগেই যাত্রীতে ভরে গেছে ট্রেন। বিমানবন্দর, জয়দেবপুর স্টেশন থেকেই ট্রেনে ওঠা শুরু করেন যাত্রীরা। ট্রেনের ছাদেও জায়গা হচ্ছে না মানুষ। উপচেপড়া যাত্রী নিয়েই কমলাপুরে ঢুকছে ট্রেন। এদিকে কমলাপুর রেলস্টেশনেও ট্রেনের জন্য অপেক্ষা করেন অসংখ্য যাত্রী।

ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লেগেছে। প্ল্যাটফর্মে ঢুকতেই মানুষের দীর্ঘ সারি। স্টেশনের প্রবেশপথেও যাত্রীদের গাদাগাদি। তবে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বালাই চোখে পড়েনি কোথাও। এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও যেন নির্লিপ্ত।

ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার ট্রেনের যাত্রা শুরু হয়। প্রথম দুদিন কোনো শিডিউল বিপর্যয় না থাকলেও গতকাল বৃহস্পতিবার কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে। তবে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে প্রায় সব ট্রেনের শিডিউল বিপর্যয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদযাত্রীদের। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের দেড়-দুই ঘণ্টা পর স্টেশন ছেড়ে যাচ্ছে।

সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ৯টা পর্যন্ত ছেড়ে যায়নি সকাল ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টার ধূমকেতু এক্সপ্রেস এবং ৮টা ১৫ মিনিটের সুন্দরবন এক্সপ্রেস।

উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেসের প্রচুর যাত্রী সকাল থেকে ট্রেন ছাড়ার অপেক্ষা করছেন। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৯টায়ও তা স্টেশন ছাড়েনি। প্রায় চার ঘণ্টা পিছিয়ে সকাল ১০টার পর ট্রেনটি ছেড়ে যাবে বলে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

বিপি/ আইএইচ

শেয়ার