Top

শেষ দিনেও চলছে যুদ্ধ

০৯ জুলাই, ২০২২ ২:১৭ অপরাহ্ণ
শেষ দিনেও চলছে যুদ্ধ
নিজস্ব প্রতিবেদক :

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার শেষ দিনেও যাত্রাযুদ্ধ অব্যাহত আছে যাত্রীদের। এ যেন এক অনির্ধারিত ভাগ্য, যা বদলানোর সুযোগ রেলওয়ের নেই।

শিডিউল বিপর্যয়ের ফলে এ দুর্ভোগ দ্বিগুণ হয়েছে।
শনিবার (৯ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন যাত্রীরা। কেউ-কেউ চেপে বসেছেন ট্রেনের ছাদে।

দেখা গেছে, দরজা দিয়ে ঢুকতে না পেরে যাত্রীরা জানলা দিয়ে ট্রেনে উঠছেন। আর পেছন থেকে অন্যজন ধরে উঠতে সাহায্য করছেন।

রংপুর এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠা যাত্রী সাইফুল ইসলাম বলেন, সারাবছর বাড়ি যাওয়ার অনুভূতি একরকম। ঈদযাত্রার অনুভূতি পুরো ভিন্ন। যত কষ্টই হোক, মনে আনন্দ আছে। ঝুঁকি তো আছেই, কিন্তু বাড়ি যেতেই হবে।

নীলা নামের এক বেসরকারি চাকরিজীবী যাত্রী অনেক কষ্টে ট্রেনে উঠতে পেরেছেন। তিনি বলেন, অনেক কষ্টে উঠেছি। ট্রেনও লেট। সীমাহীন দুর্ভোগ। কিন্তু বাড়িতে সবাই পথচেয়ে আছে। যেতে তো হবেই।

এদিকে, অভিযোগ উঠেছে স্টেশনে আনসার সদস্যদের সহায়তায় টাকার বিনিময়ে ট্রেনে উঠেছেন অনেক যাত্রী। ফলে টিকিট কেটেও অনেক যাত্রী ট্রেনে উঠতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, আমি এমন দৃশ্য স্বচক্ষে দেখেছি। ভিডিও করেতে গিয়েছিলাম, তারা আমাকে ধমক দিয়ে ডিলিট করিয়েছে। অথচ দেখেন আমার টিকিট থাকা সত্ত্বেও উঠতে পারছি না ভিড়ের জন্য।

এদিকে ট্রেনের অব্যবস্থাপনা ও যাত্রীদের ভোগান্তি নিয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, যাত্রীদের চাপে আমরা অসহায়। এত বেশি যাত্রী হয়েছে যা আমাদের ধারণারও বাইরে ছিল। আমাদের যে এলিট ফোর্স ছিল, বাহিনী ছিল, সবাই চেষ্টা করেও এই জনস্রোত নিয়ন্ত্রণ করতে পারেনি। এটি আসলে সম্ভবও না। উৎসবমুখর মানুষ আক্রমনাত্মক হয়ে আছে। তারা আসলে আইন মানছেন না। ফলে, যা হবার, তাই হয়েছে। আর টাকার বিনিময়ে যাত্রী পাঠানোর অভিযোগ পেলাম। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

 

শেয়ার