Top

দেশের জনসংখ্যা কমবে চার কোটি

১৩ জুলাই, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
দেশের জনসংখ্যা কমবে চার কোটি
নিজস্ব প্রতিবেদক :

বুধবার ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা ২০৫০ সাল নাগাদ হবে ১৯ কোটি ২০ লাখ। তবে এরপর বাংলাদেশের জনসংখ্যা কমতে থাকবে এবং সেটি ২১০০ সাল নাগাদ ১৫ কোটি ২০ লাখ এ নেমে আসবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা বাড়লেও কমবে বাংলাদেশে।’
আরও ২৮ বছর দেশের জনসংখ্যা বাড়তে থাকলেও এরপর থেকে তা কমতে থাকবে বলে । পরের ৫০ বছরে এই সংখ্যাটি চার কোটি কমে যাবে।

মন্ত্রী জানান ২১০০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে ১ হাজার ১২০ কোটি। এখন পৃথিবীর লোক সংখ্যা ৮ বিলিয়ন ছুঁই ছুঁই, চলতি ডিসেম্বরে ৮ বিলিয়ন অতিক্রম করবে। এ সময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত।

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হালচাল কী হবে, সেটিও তুলে ধরেন তিনি। বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা ২০৫০ সাল নাগাদ হবে ১৯ কোটি ২০ লাখ। তবে এরপর বাংলাদেশের জনসংখ্যা কমতে থাকবে এবং সেটি ২১০০ সাল নাগাদ ১৫ কোটি ২০ লাখ এ নেমে আসবে। তখন পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা বাড়লেও কমবে বাংলাদেশে।’

অনুষ্ঠানে বদ্বীপ পরিকল্পনার নানা দিক তুলে ধরেন মন্ত্রী। জানান, সরকার শুধু বর্তমান উন্নয়ন ও কর্মপরিকল্পনা নিয়েই সীমাবদ্ধ নেই। আগামী সুখি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কর্ম পরিকল্পনা এবং এই ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা হবে, তার শতবর্ষব্যাপী দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নিচ্ছে।

হাছান মাহমুদ বলেন, এর নাম হলো বদ্বীপ পরিকল্পনা। এর ধারণার ব্যাপ্তিও অনেক বিস্তৃত। কিন্তু চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এই ধারণাটিকে মানুষের কাছে সহজ পশুপাঠ্য করে তুলতে সংক্ষিপ্ত পরিসরে বিস্তর ধারণা নিয়ে বইটি প্রকাশ করেছে।

বদ্বীপ পরিকল্পনার আংশিক ধারণা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে যে পরিবর্তন ঘটবে তা যদি এখন থেকেই পরিকল্পনা না থাকে তাহলে দেশকে সমৃদ্ধশালী করলেও সেটি টেকসই হবে না। সে কারণেই মূলত বদ্বীপ পরিকল্পনা।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির সব সময় বিদেশিদের কাছে ছুটে যায়, তাদের দৌড়ঝাঁপ বিদেশের রাষ্ট্রদুতদের কাছে, বিদেশি বিভিন্ন সংস্থার কাছে।

‘কিন্তু দেশের মালিক হলো এ দেশের জনগণ। ক্ষমতার মালিকও এ দেশের জনগণ এবং তারাই প্রতিনিধি নির্বাচন করে। এদেশে বিদেশি কোন রাষ্ট্রদূত কিংবা কোন আন্তর্জাতিক সংস্থা বা কোনো প্রতিনিধি তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না।

‘আমাদের অভ্যন্তরীণ বিষয়েও বিদেশিদের নাক গলানোও সমীচীন নয়। কিন্তু তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটি নিয়ে ওদের কাছে যায়। এটি একটি দেশকে ছোট করার শামিল।’

হাছান মাহমুদ বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ জানাব, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যান। তাহলে বরং সেটি আপনাদের জন্য মঙ্গল হবে।’

 

বিপি/ আইএইচ

শেয়ার