চট্টগ্রাম ওয়াসার পানির দাম আবারও বাড়ানো হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে পানির নতুন দাম কার্যকর হবে। বাণিজ্যিকে ৩৮.২৫ ও আবাসিকে ১৬.২৮ শতাংশ দাম বাড়ানো হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘অনেক আগে মন্ত্রণালয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়। গত মঙ্গলবার তা অনুমোদন হয়।
নতুন দাম অনুযায়ী আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৮ ও বাণিজ্যিক ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী মাস থেকে নতুন দাম কার্যকর হবে।’ এর আগে, চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম ওয়াসার পানির দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়। এ নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো বাড়ছে এই সিটির ওয়াসার পানির দাম।
চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, বাণিজ্যিকে ৫০ টাকা ও আবাসিকে পানির দাম ১৮ টাকা করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আবাসিকে পানির দাম ১৮ টাকা ও বাণিজ্যিকে ৩৭ টাকা দাম নির্ধারণ করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ রয়েছে ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিকে সংযোগ রয়েছে সাত হাজার ৭৬৭টি।