নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুরে নারী-শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
শনিবার (৬ আগস্ট) সকালে চর আলা উদ্দিন গ্রাম থেকে তাদের আটকের পর দুপুরে পুনঃরায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তর করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শুক্রবারের কোন একসময় ভাসানচর থেকে নৌকা যোগে পালিয়ে আসে ৭ রোহিঙ্গা। পরে শনিবার ভোরে দালালরা কৌশলে তাদের সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়। এলাকায় সন্দেজনক ঘোরাঘুরি করায় স্থানীয় লোকজন তাদের আটক করে। আটকের পর তার নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্রয়নে পাঠানো হয়েছে।