ফেনীতে ১৫শ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভার ব্রিজের নিচ থেকে তেলগুলো উদ্ধার করা হয়।
এ সময় ফেনীর শর্শদীর দক্ষিণ খানের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (৫৫), উত্তর শর্শদীর ইউনুস মিয়ার বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. আবু তাহের (৩৪) ও সোনাগাজীর কুটিরহাটের বাদুরিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আব্দুর রহিমকে (২২) আটক করা হয়।
এ বিষয়ে শনিবার দুপুরে ফেনীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শাহ্ধসঢ়; মো. ফয়সাল আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ শর্শদী ইউনিয়নের ফতেহপুর রেললাইন ওভার ব্রিজের নিচে দক্ষিণখানের বাড়ি এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপসহ ৯ ড্রামভর্তি ১৫শ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে।
আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের সহযোগী শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানের বাড়ির মো. হাসান আলী (৫২), মো. জিয়া উদ্দিন (৪৫) ও আব্দুল কাদের মিয়া (৪৫) সহ ট্রেনের গার্ড চালক ও সিজিপিওয়াইর কিছু কর্মকর্তার যোগসাজশে অনেক ট্রেনে বাড়তি তেল ভরে ফেনী শর্শদী ষ্টেশনের আউটার সিগন্যালের মূল পয়েন্টে থামার পরপরই ট্রেনের ইঞ্জিনে পাইপ লাগিয়ে ড্রামে করে তেল চুরি করে সিন্ডিকেটটি। তারা বিভিন্ন সময় ডিজেল সংগ্রহ করে বিভিন্ন জায়গায় অধিক মুনাফায় বিক্রি করে আসছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ধসঢ়;) নাদিয়া ফারজানা, থোয়াই অং প্রু মারমা, মাসকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।