জেলার রাজৈর উপজেলার চৌরাশির একটি বাগান থেকে আজ ৭ আগস্ট সকালে শাহিন (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রাজৈর পুলিশ।সে রাজৈরের বাজিতপুর গ্রামের মস্তফা শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সুএ জানায়, ৬ আগস্ট পরিবারের লোকরা বেড়াতে যাওয়ায় শাহীন ঘরে একা ঘুমিয়ে ছিলো।পরদিন সকালে চৌরাশি এলাকার একটি বাগানে এলাকার লোক শাহীনের ক্ষত -বিক্ষত গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।
শাহিন ২০১৯ সালে রাজৈরের মুরগী ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার ৬ নং আসামী ছিলো। ঢাকায় বর্তমান রং মিস্তির কাজ করতো। কয়েক দিন আগে মামলার হাজিরা দিতে দেশে আসছিলো।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাইনদ্দিন (৪৭) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।