Top
সর্বশেষ

সাবেক অতিঃআইজিপির মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

০৮ আগস্ট, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
সাবেক অতিঃআইজিপির মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের কৃতি সন্তান সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সাহেব আলীর রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অফ অনার প্রদান করে। মরহুমের কফিনে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলা পুলিশ।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ খামারপাড়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের ইমামতিতে নামাজের জানাযা শেষে দোসতিনা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. বেনজীর আহম্মেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিপি/এসএ

শেয়ার