Top

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ,পায়রা বন্দরে বহাল ৩ নম্বর সতর্ক সংকেত

১১ আগস্ট, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ,পায়রা বন্দরে বহাল ৩ নম্বর সতর্ক সংকেত
পটুয়াখালী প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের ছত্তীসগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী থেকে ভাড়ী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্ণিমার জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে দক্ষিনাঞ্চলসহ অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে প্রচুর জলাবদ্ধতার। বায়ুচাপ পার্থক্যের আধিক্যর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় বিশাল আকারের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পায়রা বন্দরসহ সব বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।

শেয়ার