Top

নোয়াখালী শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ট্রাফিক সমাবেশ

২৩ আগস্ট, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
নোয়াখালী শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ট্রাফিক সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি :

এক রাস্তার শহর খ্যাত নোয়াখালী পৌর শহরে যত্রতত্র অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠেছে। যেখানে সেখানে যাত্রী উঠানামা করে যানবাহনগুলো। সড়ক গাড়ি দাঁড় করিয়ে নানা অজুহাতে নেয়া হচ্ছে টোল। সব মিলিয়ে শহরে নৈরাজ্য তৈরি হয়েছে। প্রায় লেগে থাকছে যানজট।

এমন অবস্থায় শহরের সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ট্রাফিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা ট্রাফিক অফিস কার্যালয়ের চত্ত¡রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর ট্রাফিকের পরিদর্শক সিরাজোদৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রেখেছেন, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীপক জ্যোতী খীষা, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান সারওয়ারসহ বিভিন্ন যানবাহন মালিক সমিতির নেতৃবৃন্দ। এ ছাড়া সমাবেশে চালক, মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহরকে যানজট মুক্ত রাখতে সকল প্রকার ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে চলাচল না করা, নির্দিষ্ট স্থানের বাহিরে যাত্রী উঠানামা না করা, যানবাহনগুলো থেকে টোল আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পুলিশ কর্তৃক হয়রানি হলে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয় চালকদের মাঝে।

 

শেয়ার