চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রডাক্টে ইনপোটারের সীল না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ বাজারে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রডাক্টে ইনপোটারের সীল না থাকায় ওয়েলকাম সুপার শপে ২০ হাজার টাকা, প্রিন্স স্টোরকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় সরকার ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।