গ্রাহক সেবা সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের লক্ষ্মীপুর জেলা শাখার সার্ভিস পয়েন্ট শুভ উদ্বোধন করা হয়। বীমা কোম্পানিটি নিরলসভাবে কাজ করবে এমনটায়ে প্রত্যাশা করেন প্রতিনিধিরা।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হলে এ সার্ভিস পয়েন্ট শুভ উদ্বোধন করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার রোটারিয়ান: মো:মোহাব্বত উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পরিচালক মো: ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, শেয়ার হোল্ডা সিদ্দিকুর রহমান, সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এম. মনিরুল আলম।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোহাব্বত উল্লাহ বলেন, গ্রাহকদের সার্ভিস পেতে আগে অনেক সমস্যা হতো। কারণ তাদের লক্ষ্মীপুরে সার্ভিস পয়েন্ট ঢাকা সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে হত। এক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো। এখন থেকে লক্ষ্মীপুর সার্ভিস পয়েন্ট থেকে গ্রাহকরা খুব সহজে সার্ভিস নিতে পারবেন।