Top

কোটালীপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২৫ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
কোটালীপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, দেবাশীষ বিশারদ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘাঘর নদী দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান পরিচালিত হবে।

শেয়ার