Top

ফ্র্যাঞ্চাইজি হকির লোগো উন্মোচন

৩০ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
ফ্র্যাঞ্চাইজি হকির লোগো উন্মোচন
স্পোর্টস ডেস্ক :

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফির’ লোগো উন্মোচন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জমকালো অনুষ্ঠানে তারার মেলায় এই লোগো উন্মোচিত হয়।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে হকি অঙ্গনের চেনা মুখ তো বটেই, উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান, দেশসেরা আরচ্যার রোমান সানা, অভিনেত্রী নাজিফা তুষিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ক্রিকেটার নুরুল হাসান সোহান নিজের হকির স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, ‘হকি খেলা অনেক মজার। কিন্তু অনেক কঠিন খেলাটা। তবে এটা আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা পাওয়ার চলে আসে। কখনো হকি খেলিনি তবে যদি হকি খেলতাম তাহলে গোলকিপার হতাম।’

সোহানের দাবি, বিপিএল আয়োজনের পর দেশের ক্রিকেটের উন্নতি হয়েছে। হকির এই টুর্নামেন্টও উন্নতির পথ গড়ে দেবে বাংলাদেশ হকির জন্য। তার ভাষ্য, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ হচ্ছে। এখানে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে। আমাদের বিপিএল আয়োজনের পর ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। এবার আশা করি হকি এই লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে। আমি শুনেছি হকি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৭ নম্বর আছে। নিয়মিত খেললে ভালো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। আশা করি বাংলাদেশ দ্রুতই হকিতে বিশ্বকাপে খেলবে।’

শেয়ার