Top

কোটালীপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

০৬ অক্টোবর, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নূর আলম, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, বিএম বাবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, মাজহারুল আলম পান্না, বিজন বিশ্বাস, খোকন মৃধা, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব সুজয় সাহা বক্তব্য রাখেন।

শেয়ার