পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৩১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.১৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৫ টাকা বা ৩১ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৩১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬২ টাকায়।