রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ও দলের প্রেসিডিয় সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। মঙ্গলবার দুপুরে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, সবার সহযোগিতায় রংপুরে একটি সুষ্টু গ্রহণযোগ্য নির্বাচন হবে। রংপুরে জাতীয় পার্টির মধ্যে কোন ধরনের বিভেদ নেই সেটা পার্টির নেতাকর্মীরা তা প্রমাণ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন সংশয় নেই। রংপুরের মানুষ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেনি এবারও করবে না। আগামী ২৭ তারিখ ভোটারেরা লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র পদে যারা লড়বে তারা সকলেই আমার প্রতিদ্বন্দ্বি। এখানে কাউকে ছোট কওে দেখার কোন সুযোগ নেই। ইভিএম একটি যন্ত্র এর পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্টু নির্বাচন করা সম্ভব।
মোস্তফা বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা সবাই যোগ্যপ্রার্থী। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ যাকে রায় দেবে আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ভোটে ইভিএমকে জনপ্রিয় করার জন্য নির্বাচন কমিশনকে আরো জনপ্রিয় করার জন্য কাজ করা হবে। আমরা লেভেল ফিলিং ফিল্ড তৈরী করতে মহবে। এই নির্বাচনে কোন ধরনের অপশক্তি যেন প্রয়োগ করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনকে খেয়াল রাখার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ইয়াসির,সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মোস্তফার ছোট কন্যা জারিন তাসনিম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ প্রমুখ।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে তৃতীয় বারের মতো ভোট অনুষ্টিত হতে যাচ্ছে। যাচাই বাছাই করা হবে ১ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর।