স্থায়ী ভাবে মৎস্য অভয়ারণ্য ঘোষণা হতে যাচ্ছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ভোলার ছড়া। উপজেলা প্রশাসনের আবেদনের পেক্ষিতে কুড়িগ্রাম রেভিনিউ ডেপুটি কালেক্টর নিশাত তামান্না স্বাক্ষরিত একটি অনাপত্তি পত্র প্রদান করা হয়েছে।
জানাগেছে, ভোলার ছড়া বিলটি রমনা ইউনিয়নের পাত্রখাতা মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ১৩১২ নং দাগের ০.৮০ একর ডোবা শ্রেণীর জমি। পাত্রখাতার ভোলার ছড়াটি ‘ভোলার ছড়া বিল’ নামে পরিচিত ছিলো। জেলা প্রশাসন বিলটিকে জলমহাল হিসেবে ঘোষণা দেয়। যা স্থানীয় মৎসচাষিরা লিজ নিয়ে চাষাবাদ করতো। পরে উপজেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ১২ ডিসেম্বর ওই জলমহালটিকে কুড়িগ্রাম রেভিনিউ ডেপুটি কালেক্টর মৎস্য অভয়ারণ্য হিসেবে অনাপত্তি পত্র প্রদানের ফলে ছড়াটি এখন স্থায়ী মৎস্য অভয়ারণ্য হিসেবে গণ্য হবে।
সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, এটি যুগোপোযোগী উদ্যোগ। পুঁটি, ট্যাংরাসহ প্রায় ৯১ প্রজাতির দেশি মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ অভয়ারণ্যের ফলে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ পুন:রায় দেখা যাবে এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
উপজেলা মৎস্য অফিসার নুরুজ্জামান খান বলেন, দেশী প্রজাতির মাছ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য এ অভয়াশ্রম স্থায়ীভাবে ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোলার ছড়া’ স্থায়ী অভয়াশ্রম ঘোষণার ফলে এ অঞ্চলের দেশীয় প্রজাজাতির মাছ নিরাপদে প্রজনন ঘটাবে। এতে এখানকার মানুষের আমিষের চাহিদা মিটানোসহ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।