Top
সর্বশেষ

কম্বলটা পেয়য়া মোর খুব উপকার হইল

২৯ ডিসেম্বর, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
কম্বলটা পেয়য়া মোর খুব উপকার হইল
কুড়িগ্রাম প্রতিনিধি :

কয়দিন থাকি খুব ঠান্ডা হামার এডাই (আমার এখানে)। আইতোদ (রাতে) দুই খ্যান খেতা (কাঁথা) গাত (গায়ে) দিয়া থাকোং, ঠান্ডা যায় না। ঠান্ডায় ফির আইতোদ (রাতে) ঘুমে হয় না। আজ কম্বল একটা পেয়া (পেয়ে) খুব উপকার হইল। এভাবেই কথাগুলো বলছিলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নের দোয়ালি পাড়া গ্রামের মেহের জামাল (৭০)। তিনি বলেন, এতো ঠান্ডা না, মেম্বার চেয়ারম্যান কাউও খোঁজ খবর নিবার আইসে নাই। যাইহোক বাবা কম্বলটা পেয়া (পেয়ে) অনেক ভাল হইল।

আজ বৃহস্পতিবার দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের আরডিআরএস অফিস চত্বরে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ঢাকার আল নাদওয়াহ ফাউন্ডেশন।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলী, ইউপি সদস্য (মেম্বার) রহিমউদ্দিন হায়দার রিপন, চেয়ারম্যান পুত্র উমর ফারুক ও ফরহাদ রেজা প্রমুখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, শীত ও খড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি কষ্টে পরে। তাদের কষ্টের কথা শুনে আল নাদওয়াহ ফাউন্ডেশন শতাধিক মানুষকে শীতবস্ত্র দিলো এটা খু্বই ভালো কাজ তাদের।

স্থানীয় ইউপি সদস্য রহিমউদ্দিন হায়দার রিপন বলেন, ঢাকার আল নাদওয়াহ ফাউন্ডেশন আমার এলাকায় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করলো। তাদের শীতবস্ত্র পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। আমি বলবো যেকোন দুর্যোগে সরকারের পাশাপাশি সমাজের দানশীল মানুষজন এগিয়ে আসলে এসব মানুষের কষ্ট অনেকটা লাগব হবে।

শেয়ার