Top
সর্বশেষ

লবঙ্গলতিকা পিঠা তৈরির রেসিপি

০৫ জানুয়ারি, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ
লবঙ্গলতিকা পিঠা তৈরির রেসিপি
রান্নাবান্না ডেস্ক :

শীতের পিঠার তালিকায় রাখতে পারেন লবঙ্গলতিকা। সহজে তৈরি করা যায় এবং এটি তৈরিতে উপকরণও লাগে কম। সব বয়সীর কাছে পছন্দের এই সুস্বাদু পিঠা। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এটি। চলুন তবে জেনে নেওয়া যাক লবঙ্গলতিকা পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

দুধ- ১ কাপ

লবণ- ১ চিমটি

নারিকেল কোরানো- ২ কাপ

গুড়- ১ কাপ

লবঙ্গ- ২০-২৫ টা

তেল- ভাজার জন্য।

সিরার জন্য

চিনি

অল্প পানি।

যেভাবে তৈরি করবেন
নারিকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে আলাদা রাখুন। দুধ ফুটিয়ে এতে লবণ ও ময়দা দিয়ে সেদ্ধ করে নিন। দুই চামচ তেল দিয়ে ভালো করে মথে নিন। এবার রুটি বেলে নিন। এক চামচ নারিকেল দিন। এবার পরোটার মতো করে ভাঁজ দিন। লবঙ্গ দিয়ে আটকে দিন। সবগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে তুলে নিন। এখন চিনির ঘন সিরা বানান। দুই তারের সিরা করে নিতে হবে। ভাজা পিঠাগুলো সিরায় গড়িয়ে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন।

 

শেয়ার