Top
সর্বশেষ

রং করা চুলের যত্ন নেবেন যেমন করে

০৯ জানুয়ারি, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
রং করা চুলের যত্ন নেবেন যেমন করে
লাইফস্টাইল ডেস্ক :

সাদা চুল ঢাকতে বা সৌন্দর্য বাড়াতে অনেকেই আজকাল চুলে রং করেন। চুল রং করার পর এর বাড়তি যত্ন নেওয়া জরুরি হয়ে যায়।কালার করলে চুলের প্রথম দুটি লেয়ারের রঙে পরিবর্তন আসে এতে করে চুলের প্রাকৃতিক স্বাস্থ্যের পরিবর্তন হয়। সেজন্য এ সময় চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

জেনে নিন কালার করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে:

 

বাড়িতে সপ্তাহে দু’বার প্রোটিন প্যাক ব্যবহার করুন। প্রোটিন প্যাক হলো ডিম, টক, অলিভ ওয়েল একত্রে মিশিয়ে প্যাক বানিয়ে ৪০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

মাসে একবার দুইটি ডিমের সাদা অংশ বিট করে শ্যাম্পুর মতো ব্যবহার করুন। অবশ্যই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে কালারের ক্ষতি হতে পারে।

চুলে লেবুর রস, হেনা ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকুন। ১৫ দিন পরপর পার্লারে গিয়ে হেয়ার স্পা, ডিপ কন্ডিশনিং, ক্রিম ট্রিটমেন্ট করুন। যা বিশেষভাবে কালার চুলের জন্য করতে হয়।

তবে চুলে কৃত্রিম রাসায়নিক রং ব্যবহার করা একেবারেই ভালো না। বছরে দুই-পাঁচ বারের বেশি চুল রং না করার পরামর্শ দেন হেয়ার এক্সপার্টরা।

 

শেয়ার