Top
সর্বশেষ

সচিবালয় অবরুদ্ধ: পাঁচ উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে আনসার সদস্যরা

২৫ আগস্ট, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
সচিবালয় অবরুদ্ধ: পাঁচ উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক :

পাঁচ উপদেষ্টা এবং আন্দোলনরত আনসার বাহিনীর দশ সদস্যের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ আগস্ট) রাত ৮ টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বৈঠকে রয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে দুপুর ১২টার পর থেকে জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ে সামনে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রেখেছেন। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না।

এর আগে বিকেলে আনসার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আনসারদের তিন বছর চাকরি করার পর ছয় মাস বিশ্রামে থাকার ‘রেস্ট প্রথা’ বাতিল করা ও অন্যান্য দাবি নিয়ে একটি কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় রয়েছেন। চাকরি জাতীয়করণের ঘোষণা ছাড়া তারা সচিবালয় অবরোধ করে রাখবেন বলেও ঘোষণা দিয়েছেন।

বৈঠকে আনসারদের চাকরি জাতীয়করণসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

বিএইচ

শেয়ার