Top
সর্বশেষ

পপুলার লাইফের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন

০৭ ফেব্রুয়ারি, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
পপুলার লাইফের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোতাহার হোসেন। কোম্পানির ২২৯তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে।

এতে বলা হয়েছে, মো. মোতাহার হোসেন ১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। এর আগে তিনি পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া মো. মোতাহার হোসেন ডাইটেক্স ইন্টারন্যাশনানের প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লিমেটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

শেয়ার