Top

কৃষকের অগ্রহায়ণ: এ্যাডজুটেন্ট আসাদ মিলন

১০ জানুয়ারি, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
কৃষকের অগ্রহায়ণ: এ্যাডজুটেন্ট আসাদ মিলন

অগ্রহায়ণ এলো আদ্রা তারার নামে
মাঠে মাঠে কৃষকের ধান কাটা এই মৌসুমে,
গন্ধরাজ-মল্লিকা-শিউলি-কামিনী ফুটলো বাগানে
সর্বজনীন নবান্ন উৎসব কৃষকের ঘরে ঘরে।

আমার কৃষক বাবার ধানের পুঞ্জ, ভালোবাসায় ছোয়া
হাড়ভাঙা পরিশ্রমে তার আজ হাসছে নয়ন তারা,
বাংলার কৃষকের মুখে হাসি, পরিশ্রম তার বল
কৃষক আজ ১৮ কোটির উদর পূর্ণের কল।

প্রতিবছর আসে অগ্রহায়ণ, চলছে ১৪২৯ সাল
বাংলার জমিনে এখন হেমন্তকাল,
কৃষকের ঘরে উঠছে ফসল, গোলায় ভরছে ধান
সুখী সমৃদ্ধ বাংলার গাই জয়গান।

লেখক: এ্যাডজুটেন্ট আসাদ মিলন

উপ-সহকারী পরিচালক, র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

শেয়ার