Top

রংপুরে থানা ভাঙচুর মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার

১০ জানুয়ারি, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
রংপুরে থানা ভাঙচুর মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি :

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এক বছর পর পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের হারাগাছ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঞ্চন মিয়া, নাহিদ হাসান, শুভ, লাল মিয়া ও বাবু মিয়া।

মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ১ নভেম্বর হারাগাছের নতুন বাজার থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে তাজুল ইসলাম নামে এক যুবককে আটক করেছিল পুলিশ।

আটকের কিছুক্ষণ পরই তাজুল ঘটনাস্থলে মারা যান। তাজুলকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে অভিযোগ তুলে স্থানীয়রা হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা থানায় ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের একটি ভ্যান, পাঁচটি মোটরসাইকেল ও থানার দরজা-জানালা ভাঙচুর করে।এ ঘটনায় ২ নভেম্বর পুলিশ বাদী হয়ে থানা ভাঙচুরের মামলা করে।

শেয়ার