খাদ্য তালিকায় যেমন লেটুসপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চায় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেটুসপাতার তৈরি সহজ একটি ফর্মুলা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।
যা যা লাগবে
♦ এক কাপ পরিমাণ পানি।
♦ লেটুসপাতা।
♦ গোলাপজল।
যেভাবে ব্যবহার করবেন
এককাপ পরিমাণ পরিষ্কার পানিতে কয়েকটি লেটুসপাতা ফুটিয়ে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিয়ে তার সঙ্গে আধা চা-চামচ গোলাপজল মিশিয়ে নিতে হবে। এবার এ পানি মুখে, গলায় আর হাত-পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম পানিতে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবার ঠাণ্ডা পানিতে পুনরায় সব স্থান ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।