স্বাভাবিক মেকআপের প্রথম ভিত্তি হল সুন্দর ত্বক। মেকআপ করার আগে এ কারণে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া দরকার। এতে ত্বক সুন্দর, সজীব দেখাবে।
মেকআপের আগে ত্বক কীভাবে প্রস্তুত করবেন –
এক্সফোলিয়েটিং ফেসওয়াশ : মেকআপ শুরু করার প্রথমে ভালো মুখ ধুতে হবে। ফেসওয়াশ মুখ থেকে তেলময়লার পাশাপাশি মৃত কোষও তুলে দিতে পারে। আপনার ত্বকের উপযোগী ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিন।
বরফ ঘষুন : মুখ ধোওয়ার পর টোনার হিসেবে বরফ ব্যবহার করুন। পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখে বরফ ঘষার বেশ কিছু বাড়তি উপকারিতাও রয়েছে। বরফ মুখে রক্ত সংবহন বাড়িয়ে তুলে একটা বাড়তি আভা এনে দেয়, পাশাপাশি চোখের ক্লান্তভাবও কাটিয়ে তোলে।
হাইড্রেটিং ক্রিম মাখুন : মেকআপ করার আগে মুখে ভালোভাবে ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখতে হবে। এমন ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন যাতে ভিটামিন সি রয়েছে। মেকআপ শুরু করার আগে সারা মুখে আর গলায় খুব ভালো করে ক্রিম মেখে নিন যাতে ত্বক আর্দ্র থাকে। আর্দ্র ত্বকে মেকআপ ব্লেন্ড করতে সুবিধে হয়, মেকআপ সেটও করে ভালো।
প্রাইমার: মুখে সরাসরি ফাউন্ডেশন লাগালে কিছুক্ষণ পর মুখ থেকে তেল বেরিয়ে ফাউন্ডেশনের প্রলেপ নষ্ট করে দিতে পারে। তাই শুরুতেই প্রাইমার লাগিয়ে নিন, যাতে মুখের বাড়তি তেলটুকু শুষে গিয়ে মেকআপ পরিচ্ছন্ন আর টিপটপ দেখায়।
লিপ বাম : মুখের মতো ঠোঁটও শুষ্ক হয়ে যায়, তাই মুখে যেমন ময়শ্চারাইজ়ার মাখছেন তেমনি ঠোঁট আর্দ্র রাখার জন্য লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম বুলিয়ে নিন। লিপ বাম লাগানোর পর সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না, কয়েক মিনিট সময় দিন। এতে লিপ বাম সেট করে গিয়ে ঠোঁট কোমল থাকবে, লিপস্টিকের রংও দীর্ঘস্থায়ী হবে।