নড়াইলে মাদকদ্রব্য (গাঁজা) পাচারের সময় ২ (দুই) মাদক ব্যবসায়ীকে ৭.০৫ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নড়াইল সদর উপজেলার হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার সদর থানাধীন রাজেশপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মোঃ শাহাজালাল (২৪) এবং যশোর কোতয়ালী থানার সিটি কলেজপাড়া এলাকার মোঃ রাজ শিকদার এর ছেলে মোঃ রাব্বি শিকদার(৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় মাদক ব্যবসায়ের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, বাড্ডা ও যাত্রাবাড়ী থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর তত্ত্বাবধানে এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেছে।
নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশ বদ্ধপরিকর।