কেশবপুরে বিআরডিবির আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা রোববার সকালে পল্লীভবন প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিআরডিবির ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মদন সাহা অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইউসিসির সহসভাপতি মফিজুর রহমান নান্নু, সমিতির সদস্য আনোয়ার হোসেন, কৃষ্ণপদ দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র।