Top
সর্বশেষ

প্রোপোজ ডে কেন পালন করা হয়? দিনটির ইতিহাস অনেক পুরনো

০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
প্রোপোজ ডে কেন পালন করা হয়? দিনটির ইতিহাস অনেক পুরনো
লাইফস্টাইল ডেস্ক :

রোজ ডে-এর পরেরদিন প্রোপোজ ডে। কীভাবে এই দিনটি পালন করা শুরু হয়? এর পিছনের আসল ঘটনা জানলে বেশ অবাক হবেন।

ভ্যালেন্টাইনস ডে-এর আগে বিশেষ দিনগুলির মধ্যে দ্বিতীয় দিনটি হল প্রোপোজ ডে। রোজ ডে-এর পরের দিন ৮ ফেব্রুয়ারি এই বিশেষ দিন। ভালোবাসার মানুষকে এই দিন প্রেমের প্রস্তাব জানানোর দিন। তবে দিনটি পালনের পিছনে রয়েছে একটি সুন্দর ইতিহাস।

 

সে ইতিহাসের গল্প শুনতে হলে পিছিয়ে যেতে হয় ১৫ শতকের ইউরোপে। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

এর অনেক পরে ১৮১৬ সালের আরেকটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তাঁর হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে।

 

শেয়ার