শুধু hug করলেই হয় না, hug করার শ্রেষ্ঠ উপায় জানা চাই। ১২ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর ষষ্ঠ দিন। এদিন hug ডে অর্থাৎ প্রিয় মানুষকে জড়িয়ে ধরার দিন। শুধু জড়িয়ে ধরলেই হয় না। জড়িয়ে ধরার কায়দাতেও আছে রকমফের।
বিয়ার hug: একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরাকে বলে বিয়ার hug। পরস্পরকে ভীষণ ভালোবাসলে এমনভাবেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এতে দুজনেই যেন স্বস্তি খুঁজে পান।
পোলাইট hug: সহকর্মী বা বন্ধুকেও এভাবে জড়িয়ে ধরা যায়। এই ক্ষেত্রে পাশে দাঁড়িয়ে কাঁধে বা কোমরে হাত রেখে hug করা হয়। শুধু শরীরের উপরের অংশ এতে কাছাকাছি আসে। সঙ্গীরা সাধারণত এমন hug করেন না।