Top

ত্বকের যত্নে ব্যবহার করুন গোলাপের পাঁপড়ি

১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
ত্বকের যত্নে ব্যবহার করুন গোলাপের পাঁপড়ি
লাইফস্টাইল ডেস্ক :

রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার কমবেশি সবারই জানা। ত্বক আর্দ্র রাখতে, শুষ্ক ত্বকের কোমলতা এবং উজ্জ্বলতা ফেরাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। এছাড়া বলিরেখা, ত্বকের দাগছোপ, স্ট্রেচ মার্ক দূর করতেও গোলাপ জলের ব্যবহার হয়। তবে ত্বকের যত্নে গোলাপের পাঁপড়িও বেশ উপকারী।

গোলাপের পাঁপড়িতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য ত্বক হাইড্রেট এবং কোমল রাখে। রুক্ষ-শুষ্ক ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে গোলাপের পাঁপড়ি। সুন্দর ত্বক পেতে গেলে গোলাপের পাপড়ির ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।

গোলাপের পাঁপড়ি ও মধুর ফেস প্যাক : মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। মধু ত্বকের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগায়। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ত্বকের ক্ষতি হতে দেয় না। এ ছাড়াও, মধু ত্বকের মৃত কোষ অপসারণ করে এবং ত্বক কোমল ও সুস্থ রাখে।

এজন্য গোলাপের পাঁপড়ি ভালো ভাবে ধুয়ে গোলাপ জলে প্রায় ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পর ভেজানো পাঁপড়িগুলি গোলাপ জল-সহ ভালো করে পিষে নিন। এই পেস্টের সঙ্গে মধু মিশিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মুখে গোলাপ ও মধুর প্যাক লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তার পর ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে, ত্বকের ময়লা অপসারণ করে ত্বক পরিষ্কার করে এবং সুস্থ রাখে।

গোলাপের পাঁপড়ি, দুধ ও চন্দনের ফেস প্যাক: গোলাপের পাপড়ি পিষে তার সঙ্গে ২ টেবিল চামচ চন্দন পাউডার এবং কাঁচা দুধ মিশিয়ে নিন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।

নারকেল দুধ, অলিভ অয়েল এবং গোলাপের পাঁপড়ির ফেস প্যাক: নারকেলের দুধ ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। নারকেল দুধ এবং অলিভ অয়েল ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বক আর্দ্র রাখে। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফেস প্যাক ত্বক সুস্থ রাখে ও উজ্জ্বল রাখে।

গোলাপের পাঁপড়ি পেস্ট করে এতে ৪ টেবিল চামচ নারকেল দুধ এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা এবং গোলাপের ফেস প্যাক: শুষ্ক ত্বককে হাইড্রেট করতে এই ফেস প্যাক অবশ্যই ব্যবহার করুন। অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বককে টানটান করতেও সাহায্য করে। গোলাপের পাঁপড়ি পেস্ট করে তার সঙ্গে অ্যালোভেরা জেল এবং গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি ব্রণ-পিম্পল সারাতেও কার্যকর।

কমলালেবুর খোসা এবং গোলাপের ফেস প্যাক: কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ ফুলের পাঁপড়ির পেস্ট আর মধু। পুরো মুখে প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি মুখের দাগছোপ তুলতে বেশ সহায়ক। রোদ এবং দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা থেকে ত্বককে রক্ষা করে এই প্যাক।

 

শেয়ার