মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে রুনা বেগম (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনেরা। বৃহস্পতিবার রাতে কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বিদ্যাবাগিস মাঝের কান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত রুনা বেগম লক্ষিপুর ইউনিয়নের মাঝের কান্দির ৩নং ওয়ার্ডের প্রবাসী নজরুল শেখের স্ত্রী। এ ঘটনায় আহত রুনা বেগম বাদি হয়ে কালকিনি থানায় পাঁচ জনের নামসহ অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, বিদ্যাবাগিস মাঝের কান্দির এলাকার লিটন শেখের ছেলে নিরব শেখ(২২)ও আরিফ শেখ (২০) মৃত আলেকচান শেখের ছেলে লিটন শেখ(৪০), মৃত তারাই মাদবরের ছেলে বাদশা মাদববর(৪৬) বাদশা মাদবরের ছেলে রাজিব মাদববর(২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লিটন শেখ ও বাদশা মাদবরদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমা এবং পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে।
বিরোধের জেরে তারা আমাদের বিভিন্ন সময়ে ক্ষতি করার পায়তারা করে। লক্ষিপুর ইউনিয়নের মাঝের কান্দির শেখ বাড়িতে গত (২২ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে তারা আমাদের ক্ষতি করার জন্য পুকুর সেচ দেওয়ার জন্য মেশিন নিয়ে পানি সেচ দিতে থাকে। আমার বসত ঘরের পূর্ব পাশে পুকুর হওয়ায় এবং বসত ঘর ভেঙ্গে পরার আশাংকা থাকায় আমি পুকুর সেচ দিতে নিষেধ করি। কিন্তু তারা জোর করে পুকুর সেচ দিতে থাকে। পরে আমি সেখানে গিয়ে তাদেরকে মেশিন বন্ধ করতে বল্লে তখন তারা আমার উপর ক্ষিপ্ত বলে যে, তুই এইখানে থাক কোথায়ও যাবি না এই বলে তাদের লোকজন ডেকে এনে দলবদ্ধে রামদা, ছেননা দিয়ে আমাকে কোপাতে থাকলে আমার চিৎকার শুনে আমার সতিনসহ আসে পাশের লোকজন ছুটে এসে পুকুর পার থেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।এছাড়াও আমার পড়নে থাকা কাপড়-চোপড় টানা হেচড়া করে শ্রীলতাহানীসহ গলায় থাকা ০৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন মূল্য অনুমান ৪২,০০০/- টাকা কৌশলে চুরি করিয়া নিয়ে যায়।
ভুক্তভোগী রুনা বেগম বলেন, লিটন শেখ ও তার লোকজনেরা আমাকে হত্যার উদ্দেশ্যে এভাবে কুপিয়ে পুকুর পাড়ে রেখে চলে গেছে আমি এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত সেলিম লিটন শেখ বলেন, আমরা তাদেরকে কোপাইনি তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামিম হোসেন বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্হা নিবো।