Top

শেরপুর পৌরসভার চারু ভবনে চাকরিপ্রত্যাশীদের জন্য গণগ্রন্থাগারের উদ্বোধন

২০ জানুয়ারি, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
শেরপুর পৌরসভার চারু ভবনে চাকরিপ্রত্যাশীদের জন্য গণগ্রন্থাগারের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :

চাকরিপ্রত্যাশীদের পড়াশোনা ও প্রস্তুতির সুবিধার্থে শেরপুর পৌরসভার উদ্যোগে গণগ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌরসভার পুরাতন কার্যালয় ঐতিহ্যবাহী চারু ভবনে এ গণগ্রন্থাগারের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সুন্দর সমাজ গঠন ও জ্ঞান অর্জনের জন্য লেখাপড়ার বিকল্প নেই। এ জন্য শেরপুর পৌরসভার পুরাতন ভবনে চাকরিপ্রার্থী ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারীগণের জন্য গণগ্রন্থাগার স্থাপন করা হয়েছে। বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সাধারণ চাকরির পরীক্ষার্থী, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির জন্য যে সকল বই হতে প্রশ্ন আসে, যে সকল বিষয় জানা প্রয়োজন, তা নিয়েই প্রাথমিকভাবে এই গণগ্রন্থাগারের শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল নাগরিকের জন্য বই, জার্নাল, সাহিত্যের বই আনা হবে।

শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

ওইসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, চাকরিপ্রত্যাশীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার