Top

আটক ২ পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি

২০ জানুয়ারি, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
আটক ২ পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ২ পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জাহাজ দুটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমার নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এবং দুপুরে দুটি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করে। তবে তৃতীয় কার্গোটি এখনো আরাকান আর্মি হেফাজতে রয়েছে।

টেকনাফ স্থলবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং বাকী কার্গোটির মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে‌ জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। সেগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

এম জি

শেয়ার