Top

টাঙ্গাইলে মহিলা আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
টাঙ্গাইলে মহিলা আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী’র আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাছিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার