নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলস লিমিটেড নামক একটি সুতার কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমান ও আগুনের সূত্রপাত জানা যাবেনা।