কোঁকড়ানো চুল হয়তো দেখতে সুন্দর, কিন্তু যত্ন নেওয়া বেশ ঝামেলার। তবে কয়েকটি নির্দিষ্ট টিপস মেনে চললে এই চুল সামলানো সম্ভব। যেমন-
কেশ-বিশেষজ্ঞরা বলছেন, চুল যদি কোঁকড়ানো হয় তা হলে সেটিকে নিচ থেকে উপর, এই ভাবে আঁচড়ান। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হবে। চুল নিয়মিত ট্রিম করা দরকার যাতে স্প্লিট এন্ড তৈরি না হয়। অন্তত ছয় থেকে আট সপ্তাহের ব্যবধানে চুল ট্রিম করা ভালো।
চুল পরিষ্কার করার সময় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে উসকো-খুসকো ভাব অনেকটা কমে যায়। স্যাটিনের তৈরি বালিশের ওয়্যার ব্যবহার করে দেখা যেতে পারে। এতে কোঁকড়ানো চুল আরও জট পাকাবে না।
প্রত্যেক ধরনের চুলেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে। কোঁকড়ানো চুলের পরিচর্যা শুধু একটু অন্যরকম করা দরকার।