পাহাড়ে তাপমাত্রা বাড়লে মেঘ ফুলে ঘিরে ধরে পাহাড়। সাদা মেঘ, হঠাৎ ফুলে উঠল। এ যেন কোনো সাদা রাক্ষুসে তুষার ঝড়! নিমেষে যা ঢেকে ফেলল পাহাড়ের বিপুল অংশকে। শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে ঝড়ে পড়ল হিমশীতল বরফ। ভয়ংকর সুন্দরের এই খেলা এভারেস্টে শৃঙ্গের পূর্ব প্রাচীরে। কয়েকজন দুঃসাহসিক পর্বতারোহী সূত্রে এমনই আশ্চর্য ভিডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। মহাজাগতিক সুন্দর দেখে চমকাচ্ছে মানুষ, একইসঙ্গে ভয়ে শিউরে উঠছেন অনেকে।
লিঙ্কডিনে ভিডিওটি পোস্ট করেন ড. সুব্রহ্মণ্যন নারায়ণন। সেখানে দেখা গেছে, আচমকা হিমালয়ের একাধিক শৃঙ্গকে ঢেকে ফেলছে বিপুল মেঘ। যা শেষ পর্যন্ত ঝড়ে পড়ে নিচে বয়ে যাওয়া নদীতে। যার ফলে তৈরি হয় রঙধনু। চোখের সামনে মহাজাগতিক দৃশ্য থেকে নদীতীরে থাকা পর্বতারোহী এবং পর্যটকরা উল্লাসে ফেটে পড়েন। সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে নারায়ণন লেখেন, ‘নেপালে প্রকৃতির অপূর্ব লীলা! এভারেস্টের পূর্ব প্রাচীরে। সৌভাগ্যক্রমে কয়েকজন পর্বতারোহী ভিডিওটি রেকর্ড করেন। শেষ পর্যন্ত নদীতে দেখা দিল একটি রংধনু। যা আরো সুন্দর করল দৃশ্যকে।’
ভাইরাল ভিডিও দেখে ৪ হাজার মানুষ মন্তব্য করেছেন। একই ব্যক্তি লেখেন, একবার ১৩ হাজার ফুট উচ্চতায় প্রায় একই ধরনের অভিজ্ঞতা হয়েছিল তার। আরেক নেটিজেন জানান, মেঘের এই খেলা নভেম্বর-আগস্টের মধ্যে দুপুর বারোটার পর ঘটে থাকে। আচমকা পাহাড়ে তাপমাত্রা বাড়লে মেঘ ফুলে পাহাড় ঘিরে ধরে। দ্রাস, সিয়াচেনের মতো হিমবাহ অঞ্চলে কর্তব্যরত সেনা জওয়ানরা মাঝে মাঝেই এই দৃশ্যের সাক্ষী হন বলে দাবি তার। অধিকাংশ মানুষ অবশ্য এমন দৃশ্য দেখতে অভ্যস্ত না। ফলে প্রকৃতির আশ্চর্য কাণ্ড দেখে উল্লসিত তারা।