Top
সর্বশেষ

ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

১০ মার্চ, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ফুফাতো ভাইয়ের দায়ের কোপে আহত হন আব্দুল খালিক। শুক্রবার (১০ মার্চ) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর উস্তাংগেরগাও গ্রামে দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাই ও ফুফাতো ভাইদের মধ্যে সালিস বৈঠক বসে।

খালিকের বসত ঘরে এই সালিস বসে। বৈঠকে তার তিন ফুফাতো ভাই সুমন মিয়া, জুয়েল আহমদ, লায়েক আহমেদ এবং মামাতো ভাই আব্দুল খালিক (৪০), আব্দুল হক (৩০) ও আহমদ মিয়া (৬০) যোগ দেন। এক পর্যায়ে রাত সাড়ে ১১টায় সুমন বসঘরের পেছন থেকে দা নিয়ে এসে মামাতো ভাই খালিকের মাথায় কোপ দেন। এ সময় খালিকের ভাই আব্দুল হক (৩০) ও আহাদ মিয়াকেও (৬০) পিটিয়ে আহত করেন সুমনের ভাইয়েরা।

ওসি আরও জানান, খালিককে প্রাথমিক চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সুমন, লায়েক, রানা, আলী হোসেনসহ পাঁচ জনকে পুলিশ আটক করেছে।

শেয়ার