Top

ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস থেকে মুক্তি দেবে ঘরোয়া ফেসপ্যাক

১২ মার্চ, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস থেকে মুক্তি দেবে ঘরোয়া ফেসপ্যাক
লাইফস্টাইল ডেস্ক :

প্রকৃতিতে নানা রকম দূষণ আছে। এদিকে ভুল খাদ্যাভাস এবং ত্বকের সঠিক যত্ন না নেয়ার কারণে মুখে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের মতো সমস্যা দেখা দিতে পারে। এর থেকে পরিত্রাণ পেতে অনেকেই বিউটি পার্লারে যায় তবে কিছু ঘরোয়া টোটকাও এই সমস্যার সমাধান করতে পারে।

ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া ফেসপ্যাক। ব্ল্যাকহেডস দূর করতে এক চামচ ওটমিল নিয়ে তাতে ২ চামচ টক দই মিশিয়ে মুখে লাগাতে হবে। এরপর দশ মিনিট হালকা হাতে ম্যাসাজ করতে হবে।

মুখে গরম ভাপ নিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগাতে হবে। ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে, সক্রিয় চারকোলের দুটি ক্যাপসুল নিতে হবে। এই পেস্টটি মুখে মাস্কের মতো লাগিয়ে দশ মিনিট ম্যাসাজ করে তা ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখের কালো দাগ দূর করতেও টমেটো ব্যবহার করা যেতে পারে।

হোয়াইটহেডস দূর করতে দুই চামচ কমলার খোসার গুঁড়া এবং দুই চামচ চালের আটা নিয়ে তাতে দুই চামচ মটরশুঁটির গুঁড়া দিতে হবে। এই ঘন পেস্ট তৈরি করে মুখে ভালো করে লাগাতে হবে। এই প্যাক দশ মিনিট ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ থেকে হোয়াইটহেডস দূর করতে এক চামচ মুলতানি মাটির গুঁড়া নিয়ে এতে এক চা চামচ বাদাম গুঁড়া এবং এক চা চামচ গ্লিসারিন যোগ করতে হবে। হোয়াইটহেডস থেকে মুক্তি পেতে টি ট্রি অয়েলও ব্যবহার করা যেতে পারে।

শেয়ার