ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি), সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এবং ইউসিবির ফিনটেক লিমিটেড (উপায়) সম্প্রতি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে নিবন্ধিত কৃষকদের ফসল বপনের সময় সর্বনিম্ন সুদে কৃষি ঋণ প্রদান করবে ইউসিবি।
অন্যদিকে, ইউসিবি ফিনটেক লিমিটেড (উপায়) দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ঋণের টাকা উত্তোলন এবং পরিশোধের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক, এ. টি. এম. তাহমিদুজ্জামান, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ শাহ আলম ভূঁইয়া, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান ও এসইভিপি জনাব মো. সেকান্দার-ই-আজম; এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান ও এসভিপি জনাব মো. মহসিনুর রহমান, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, উপায়ের চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান; সিএফও জনাব সৈয়দ মো. এনামুল কবির এবং সিনজেনটার হেড অফ ফাইন্যান্স জনাব মো. মাইনুর রহমান ভূঁইয়া; হেড অফ সেলস জনাব ইমতিয়াজ আহমেদ চৌধুরীসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।