Top
সর্বশেষ

ঢলের পানি ঢুকছে হাওরে,কিছু নিম্মাঞ্চল প্লাবিত

১৯ জুন, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
ঢলের পানি ঢুকছে হাওরে,কিছু নিম্মাঞ্চল প্লাবিত
সুনামগঞ্জ প্রতিনিধি :

গত কয়েক দিনের টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ঢলের পানি ঢুকছে হাওরে। সুরমা নদীতে জোয়ার বইছে। নিম্মাঞ্চলে গ্রামের সামনে পানি থৈ থৈ করছে। তবে পানি বিলম্বে বাড়ায় বড় ধরনের প্লাবিত হওয়ার কোন খবর পাওয়া যাচ্ছে না। ছাতকে উপজেলার কিছু নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ছাতক সুরমা নদীর পানি বিপদ সীমার ৫৪ সে:মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ উপজেলার তিনটি ইউনিয়নে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটারা নীচ দিয়ে প্রবাহিত হলেও কয়েক জায়গায় নদীর তীর ডুবে গেছে। এদিকে জেলার ছাতকে বিপদ সীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত অব্যাহত থাকায় সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার বিশ্বম্ভরপুর উপজেলা হতে শক্তিয়ারখলা মেইন রোড ছয়শত মিটার নামক স্থানে সড়কে পানি উঠে গেলেও জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরো কয়েকদিন সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের সম্ভবনা থাকলে আপাতত বন্যার আশংঙ্কা নেই বলে তিনি জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বন্যার আপাতত পূর্ভাবাস নেই। তবে বন্যার আশংঙ্কা হলে সরকারের তরফ থেকে খাদ্যসামগ্রী মজুদ আছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার