Top
সর্বশেষ

সুনামগঞ্জে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে

১৯ জুলাই, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে
সুনামগন্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে। কিন্তু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নেই কোথাও। এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ভর্তি শেষে চিকিৎসা নিয়ে একজন বাসায় চলে গেছেন। গত ১১ জুলাই থেকে বিভিন্ন সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাঁরা সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকলেই পুরুষ।

সচেতন মহল বলছেন,ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এসব রোগ নিয়ে সুনামগঞ্জে এসে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ডেঙ্গু সনাক্ত হয়েছে। অনেক রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু মশক নিধনের উদ্যোগ চোখে পড়ছেনা। শহরে দ্রুত মশা তাড়াতে মশক নিধন অভিযান পরিচালনার দাবি জানান তারা।

সুনামগঞ্জ সদর হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. আনিসুর রহমান। তিনি বলেন, আমাদেরকে এডিস মশা থেকে দূরে থাকতে হবে। বাসা-বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে স্বচ্ছ ও বদ্ধ পানিতে এডিস মশা ডিম পাড়ে। ডাবের খোসা কিংবা ফুলের টবসহ জমে থাকা পানি নেড়ে বা ফেলে দিতে হবে। এভাবে সতর্কতা অবলম্বন করলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না।

শেয়ার