জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ওয়েস্টন রেস্টুরেন্টে আয়োজিত দিনব্যাপী এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো.ছায়েদুর রহমান।
মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী।
কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় সকল সংগঠন প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি