Top
সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হলেন আব্দুল্লাহ আল মামুন

০৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হলেন আব্দুল্লাহ আল মামুন

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন জামান। এর আগে তিনি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের মুখ্য পরিচালন কর্মকর্তা ছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হলো আব্দুল্লাহ আল মামুন জামানকে। যিনি ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এম জি

শেয়ার