Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

চট্টগ্রামে চুরি হওয়া ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে চুরি হওয়া ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের মেহেদীবাগ এলাকা থেকে চুরি হওয়া ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ৬ ডাকাতকে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট এলাকায় পৃথক ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের এডিসি নোবেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদীবাগ এলাকা থেকে চুরি হওয়া ১২৩ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উক্ত চুরির সঙ্গে জড়িত ২ জনসহ ৬ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. আইয়ুবের ছেলে মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি রাতে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার আমিরবাগ আবাসিকের একটি বাড়ির গ্রিল কেটে দুর্বৃত্তরা ১২৩ ভরি স্বর্ণালংকার চুরি করে। গ্রেপ্তার এ ডাকাতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিএইচ

শেয়ার