চট্টগ্রামের মেহেদীবাগ এলাকা থেকে চুরি হওয়া ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে ৬ ডাকাতকে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট এলাকায় পৃথক ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের এডিসি নোবেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদীবাগ এলাকা থেকে চুরি হওয়া ১২৩ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ৫৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। উক্ত চুরির সঙ্গে জড়িত ২ জনসহ ৬ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. আইয়ুবের ছেলে মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি রাতে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার আমিরবাগ আবাসিকের একটি বাড়ির গ্রিল কেটে দুর্বৃত্তরা ১২৩ ভরি স্বর্ণালংকার চুরি করে। গ্রেপ্তার এ ডাকাতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র ও ডাকাতির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিএইচ