ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিকসের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৮৪ লাখ ৭০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– কুইন সাউথ টেক্সটাইলের ১৭.০৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৬.৮৮ শতাংশ, এএফসি এগ্রো বায়োটেকের ১৪.৫৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৪.৪২ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ১২.৯৪ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১১.৪৫ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ১১.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস