Top
সর্বশেষ
অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পুঁজিবাজারের ভ্রমণ খাতের কোম্পানির ব্যবসায় মন্দা

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
পুঁজিবাজারের ভ্রমণ খাতের কোম্পানির ব্যবসায় মন্দা
বীর সাহাবী :

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের তারকা হোটেল ও রিসোর্টগুলোর বেশিরভাগেরেই ব্যবসায় মন্দা চলছে। দেশের চলমান অর্থনৈতিক সংকটের সঙ্গে এসব তারকা হোটেল ও রিসোর্টগুলোর ব্যবসার ওপরও প্রভাব পড়েছে। গত ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি হিসাব বছরের প্রথমার্ধে হোটেলগুলোর ব্যবসা ভালো হয়নি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সময়টা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে মানুষ ঘোরাফেরা আগের তুলনায় কম করছে। এর সাথে যুক্ত হয়েছে বিদেশ ভ্রমণ। দেশি পর্যটন এরিয়ায় ঘুরার চেয়ে বিদেশে ঘুরলে খরচ আরও কম হয়। এতে বিলাসবহুল হোটেলগুলোর আয়ে প্রভাব পড়েছে।

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা পাঁচটি। এগুলোর মধ্যে চলতি ২০২৩-২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) দুটি হোটেল ও রিসোর্টের আয় কমেছে। আরেকটির আয় বাড়লেও নিট মুনাফায় লোকসান কাটিয়ে উঠতে পারেনি। আর বাংলাদেশ সার্ভিস লিমিটেড এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। দ্বিতীয় প্রান্তিকে আয় কমার মধ্যে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিনটি কোম্পানির মধ্যে হিসাব বছরের প্রথমার্ধে পাঁচ তারকা ও একটি চার তারকা হোটেলের মালিকানায় থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস সবচেয়ে বেশি আয় করেছে। কোম্পানিটির মোট আয় হয়েছে ১৩৯ কোটি ৯৯ লাখ টাকা। তবে এ আয় আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে কম। আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ১৪৩ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৩ কোটি ৪৭ লাখ টাকা। শতাংশের হিসেবে ২ দশমিক ৪৩ শতাংশ।

তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে পাঁচ তারকা মানের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের মোট আয় হয়েছে ১০৭ কোটি ১৫ লাখ টাকা। এ আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কম। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ১১০ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৩ কোটি ৭ লাখ টাকা। শতাংশের হিসেবে কমেছে ২ দশমিক ৭৮ শতাংশ।

তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা পরিচালনা করা পাঁচ তারকা মানের হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ের মোট আয় বেড়েছে। কোম্পানিটির এ সময়ে আয় হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাব বছরে আয় হয়েছিল ১৯ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে আয় বেড়েছে ১ কোটি ২২ লাখ টাকা। আয় বাড়লেও কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় লোকসান কাটিয়ে উঠতে পারেনি।

সি পার্ল: তিন কোম্পানির মধ্যে আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি মুনাফা করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আলোচিত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৫৪ লাখ টাকা। তবে এ মুনাফা গত হিসাব বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত হিসাব বছরে একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৪২ কোটি ২৭ লাখ টাকা। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৮ কোটি ৭৩ লাখ টাকা বা ২০ দশমিক ৬৫ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন আয় হয়েছে ৬৭ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৯৩১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৭৬ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির পরিচালন আয় কমেছে ৯ কোটি ২১ লাখ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৭৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫০ পয়সা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৭২ পয়সা।

সার্বিক বিষয়ে জানতে কোম্পানিটির সচিব মো. আজহারুল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ইউনিক হোটেল: কোম্পানি তিনটির মধ্যে কর-পরবর্তী নিট মুনাফায় সি পার্লের পরের অবস্থানে রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৫ কোটি ৮১ লাখ টাকা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৯ কোটি ৩৩ লাখ টাকা। যা শতাংশের হিসাবে ৪২ দশমিক ২০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন আয় হয়েছে ৬০ কোটি ৫৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৬৭ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির পরিচালন আয় কমেছে ৭ কোটি ২৭ লাখ টাকা। এ সময় কোম্পানিরটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৮৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৬৭ পয়সা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির কোম্পানি সচিব মো. শরিফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

দ্য পেনিনসুলা: আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত কোম্পানি তিনটির মধ্যে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং। আলোচিত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। যদিও এ লোকসান আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় অনেকটা কমে এসেছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান ছিল ২ কোটি ৯৩ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন আয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ২ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসেবে আলোচিত সময়ে কোম্পানিটির পরিচালন আয় কমেছে ৯৭ লাখ টাকা। এ সময় কোম্পানিরটির শেয়ার প্রতি লোকসান দাঁড়ায় ১১ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৫ পয়সা।

সার্বিক বিষয়ে কোম্পানিটির সচিব মোহাম্মদ নুরুল আজিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিভিন্ন খাত থেকে গত বছরের একই সময়ের চেয়ে এবার আমাদের আয় ভালো এসেছে। আমরা আশা করি আগামীতে আমাদের কর-পরবর্তী লোকসান কাটিয়ে মুনাফায় ফিরতে পারব।

এএ

শেয়ার