দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। রোববার (১৯ মে) ১০৮৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি ভালো মানের বা ২২ ক্যারেটের দর দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। এ নিয়ে চলতি মাসে টানা ৬ দফায় নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য বাড়লো ১০ হাজার ৩৮১ টাকা।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ১ লাখ ১৪ হাজার ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ভরিতে ধরা হয়েছে ৯৭ হাজার ৮০৩ টাকা। আর সনাতন পদ্ধতির ভরির দর ৮০ হাজার ৮৬৭ টাকা ঠিক করা হয়েছে। সোমবার (২০ মে) থেকে এই মূল্য কার্যকর হবে।
সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর ধার্য করা হয়েছে।
এর আগে ১৯, ১২, ৮, ৬ ও ৫ মে স্বর্ণের দাম বাড়ানো হয়। ১৯ মে প্রতি ভরির দর ১ হাজার ১৭৮ টাকা, ১২ মে ১ হাজার ৮৩২ টাকা, ৮ মে ৪ হাজার ৫০২ টাকা, ৬ মে ৭৩৫ টাকা এবং ৫ মে ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস।
এরও আগে ৮ দফায় স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়। এর মধ্যে ৩ মে ১ হাজার ৮৭৮ টাকা, ৩০ এপ্রিল ৪২০ টাকা, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা এবং ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা হ্রাস পায়।
সবমিলিয়ে গত ৩২ দিনে দেশের বাজারে ১৭বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। যার মধ্যে ৯বার কমানো হয়েছে। আর বাড়িয়েছে ৮বার।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত অভ্যন্তরীণ বাজারে ২৪বার স্বর্ণের দর সমন্বয় করা হয়েছে। যেখানে ১৩বার বাড়ানো হয়েছে। আর কমিয়েছে ১১বার। ২০২৩ সালে মূল্য সমন্বয় করা হয় ২৯বার।